খুদেদের খেলাচ্ছলে পড়ানোয় জোর, অভিভাবকদের নিয়ে মাতৃবাহিনী দল
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: খেলার ছলে খুদেদের পড়াতে হবে। স্কুলের পাশাপাশি বাড়িতেও এভাবে পড়ানো দরকার। গানের সুরে, খেলার ছলে খুদেদের প্রশিক্ষণ পদ্ধতি বেশ কার্যকরী হয়। গাজোল সার্কেলের খারনুনা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের ডেকে তা বোঝানো হল মঙ্গলবার। পাশাপাশি গ্রাম ভিত্তিক মায়েদের নিয়ে মাতৃবাহিনী দলও গঠন হয়। তাঁরা স্কুলে স্কুলে পড়ুয়াদের খোঁজখবর নেবেন। স্কুলের মিড ডে মিলের মানও খতিয়ে দেখবেন। ব্লকের পাণ্ডুয়া সার্কেলের আরজি জলসা প্রাথমিক বিদ্যালয়েও মাতৃবাহিনী দল গঠন করে দেওয়া হয়েছে বলে অবর বিদ্যালয় পরিদর্শক অরূপ কুমার দাস জানিয়েছেন। স্কুলে গিয়ে পড়ুয়াদের অভিভাববকদের নিয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ পরামর্শের পাশাপাশি কমিটিও গঠন করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য, প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা। খুদেদের আরও পাঠমুখী করা। কর্মসূচিগুলিতে থাকছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সহকারী বিদ্যালয় পরিদর্শক নয়নকুমার দাস।
মালদহ ডিপিএসসি সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় খুদে পড়ুয়াদের মায়েদের নিয়ে টিম গঠন করা হচ্ছে। তাদের মূল কাজ, স্কুলে গিয়ে মিড ডে মিল খতিয়ে দেখা। পড়ুয়ারা সঠিকভাবে ইউনিফর্ম পরে স্কুল আসছে কি না, বই খাতা নিয়ে আসছে কি না, তা-ও দেখবেন অভিভাবকদের নিয়ে গড়া এই দলগুলি। এই বিষয়ে কোনও পড়ুয়ার খামতি দেখা দিলে তার যত্ন নিতে হবে। ছাত্রের মাকে বিষয়টি নজরে দিতে হবে। প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকারা সহযোগিতা করবেন। খারনুনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গদাধর রায় বলেন, আমাদের স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রয়েছে। এদিন চিড়িয়াদহ এবং দৌলতপুর দু’টি গ্রাম মিলে মাতৃবাহিনী গঠন হয়েছে। পড়ুয়ারা কেমন পড়াশোনা করছে, কী শিখছে তা আমাদের পাশাপাশি মায়েরাও নজর রাখবেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই উদ্যোগে খুশি গাজোলের কৃষ্ণা হাঁসদার মতো আরও অনেক অভিভাবক। খেলার ছলে খুদেদের পড়ানোর পদ্ধতি শেখানো হচ্ছে অভিভাবকদের।-নিজস্ব চিত্র