• বাড়ি বাংলায়, সেই ‘অপরাধে’ তিনমাস ধরে জেলে বন্দি অসিত, এবার মুম্বইয়ে বিদ্বেষের শিকার বাঙালি প্রৌঢ়
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: ভালো করে হিন্দি বলতে না পারা এবং বাড়ি বাংলায়-এই অপরাধে মুম্বইতে গ্রেপ্তার পতিরামের লক্ষ্মীপুরের অসিত সরকার। বাংলাদেশি সন্দেহে তিন মাস ধরে সেখানকার জেলে বন্দি বছর চুয়ান্নর অসিত। তাঁর ছেলে আকাশ সরকারকেও সেখানে গ্রেপ্তার করতে ধাওয়া করে পুলিস। কিন্তু কোনওরকমে সেই রাজ্য থেকে পালিয়ে মাসখানেক আগে বাড়ি ফিরেছেন তিনি। নির্যাতনের ভয়ে অসিতকে ছাড়াতে সেই রাজ্যে যেতে পারছে না তাঁর পরিবার। তিন মাস ধরে চিন্তায় রয়েছে পরিবারটি।

    গত জানুয়ারিতে ২২ বছরের ছেলে আকাশকে নিয়ে মুম্বইয়ে একটি  কোম্পানিতে কাজে যান অসিত। তিন মাস আগে মুম্বই পুলিস সেখানে  অভিযান চালায়। কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। অসিত ভালো করে হিন্দি বলতে না পারায় এবং বাড়ি বাংলায় বলায় আটক করে থানায় নিয়ে যায় পুলিস। বাংলাদেশি সন্দেহে তাঁকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে রেখেছে।   পতিরামের অসিতের সঙ্গে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির আরও এক শ্রমিককে বন্দি করে রাখা হয়েছে।

    তিন মাস ধরে অসিতের পরিবার থানা থেকে শুরু করে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও সুরাহা মিলছে না। এই অবস্থায় সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে অসহায় পরিবারটি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল। জেলার শ্রমদপ্তরের ডেপুটি কমিশনার বলদেব মণ্ডল বলেন, ওই পরিবারকে আবেদন করব, দ্রুত আমাদের কাছে লিখিত অভিযোগ জমা করতে। তাহলে আমরা পুরো বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে পারব।

    অসিতের স্ত্রী লিপি সরকার বলেন, আমার স্বামী ভালো করে হিন্দি বলতে পারে না।  ওকে বাংলাদেশি সন্দেহে জেলে বন্দি করে রেখেছে সেখানকার পুলিস। তিন মাস ধরে আমরা সমস্যায় রয়েছি। 

    নির্যাতনের ভয়ে মুম্বই থেকে পালিয়ে আসা অসিতের ছেলে আকাশ বলেন, আমার বাবাকে পুলিস জিজ্ঞেস করেছিল, বাড়ি কোথায়? বাবা হিন্দি ভালো করে বলতে পারেনি। বলেছিল বাড়ি বাংলায়। এই অপরাধে বাবাকে বাংলাদেশি সন্দেহে জেলে বন্দি করে রেখেছে। আমি আতঙ্কে পালিয়ে বাড়ি চলে এসেছি। আকাশ এতটাই আতঙ্কগ্রস্ত যে, বাবাকে ছাড়াতে মুম্বইয়ে যেতে ভয় পাচ্ছেন। তাঁর কথায়, আমাকেও সেখানে ধরার জন্য ধাওয়া করেছিল। গেলে যদি আমাকেও গ্রেপ্তার করে বন্দি করে রাখে।  

    এই অবস্থায় পরিবারটি মহা ফাঁপড়ে পড়েছে। তবে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রুমানা খাতুন। তাঁর বক্তব্য, অন্যায়ভাবে মুম্বইয়ের পুলিস পরিযায়ী শ্রমিক অসিতকে আটকে রাখা হয়েছে।ওই পরিবারের সমস্ত সরকারি নথি রয়েছে। আমরা পতিরাম থানার পুলিসকে বিষয়টি জানিয়েছি। কিন্তু মুম্বইয়ে না গেলে কিছু করা যাবে না।  বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন,বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলাভাষীদের উপর অত্যাচার করছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি অজানা নয় বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপী সরকারের। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে বিষয়টি দেখছেন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)