জাপানি এনসেফেলাইটিস: শুয়োরের রক্তের নমুনা পাঠানো হল বেরিলিতে
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় হানা দিয়েছে জাপানি এনসেফেলাইটিস (জেই)। এর জেরে পরীক্ষার জন্য জেলা থেকে পাঁচ শতাধিক শুয়োরের রক্তের নমুনা পাঠানো হল উত্তর প্রদেশের বেরিলিতে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউটে। এর মধ্যে জলপাইগুড়ি সদর ব্লক থেকে ১১৬টি শুয়োরের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই শুয়োর নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদরের প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক শৌভিক বাড়ই। তিনি বলেন, আপাতত সমস্ত শুয়োর মশারি দিয়ে ঘিরে রাখতে বলা হয়েছে। এনিয়ে আমরা প্রচার চালাচ্ছি।
প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা যাই দাবি করুন না কেন, জলপাইগুড়ি হোক কিংবা ময়নাগুড়ি, প্রকাশ্যেই শুয়োর ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এদিকে, জলপাইগুড়ি সদরে আর্থিকভাবে পিছিয়ে পড়া বেশ কিছু পরিবারকে পালনের জন্য সরকারিভাবে শুয়োর দেওয়ার কথা ছিল। কিন্তু জেই হানা দেওয়ায় ওই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদরের প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক। তবে নতুন করে জেলায় কেউ জেইতে আক্রান্ত হয়নি বলে দাবি স্বাস্থ্যদপ্তরের।
এখনও পর্যন্ত জাপানি এনসেফেলাইটিসে জলপাইগুড়ি জেলায় পাঁচ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। কোনওভাবে যাতে জেই না ছড়ায় সেজন্য শুয়োরের খামারের উপর শুরু হয়েছে নজরদারি। এরই মধ্যে জলপাইগুড়িতে করলা নদীর ধারে এবং চা বাগান এলাকায় প্রকাশ্যে শুয়োর ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। একই ছবি ময়নাগুড়ি বাজার এলাকাতেও। এ ঘটনায় ময়নাগুড়ি পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ব্যবসায়ীরা। অভিযোগ, ময়নাগুড়ি বাজার, থানা চত্বরে অবাধে ঘুরে বেড়াচ্ছে শুয়োর। ময়নাগুড়ি পুরসভার থেকে শুয়োরের খাটাল সরানোর নির্দেশ দেওয়া হলেও আদৌও তা হয়নি। ফলে জেই নিয়ে আতঙ্কিত ময়নাগুড়ি শহরের বাসিন্দারা।
ময়নাগুড়ি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, শুয়োরের খাটাল নিয়ে আমরা দ্রুত পদক্ষেপ চাই। ময়নাগুড়ি বাজার এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ পাল বলেন, পুরসভাকে বলা হয়েছে, শুয়োরের খাটাল বন্ধ করতে হবে। আবারও জানাব। পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, বাজার এলাকা থেকে খাটাল সরিয়ে নেওয়ার জন্য নোটিস করা হয়েছে। এবার পুলিসকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। ময়নাগুড়িতে ঘুরে বেরাচ্ছে শুয়োর। - নিজস্ব চিত্র।