• ‘তিস্তার ইলিশ’ সংরক্ষণে পদক্ষেপ মৎস্যদপ্তরের, অক্টোবর পর্যন্ত চাইনিজ জাল দিয়ে ধরা যাবে না খুদে বোরলি
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এতদিন খোকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বোরলির বাচ্চা ধরার উপর কোনও বিধিনিষেধ না থাকায় দেদার তা ধরা হতো। ফলে বোরলি বড় হওয়ার সুযোগ পেত না। অবশেষে ‘তিস্তার ইলিশ’ সংরক্ষণে পদক্ষেপ নিল মৎস্যদপ্তর। 

    বোরলির আঁতুড়ঘর তিস্তার পাশাপাশি জলঢাকা, করলা নদীতে ছোট জাল কিংবা চাইনিজ জাল ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা। ওই নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্যদপ্তর। অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এব্যাপারে নদী সংলগ্ন এলাকায় প্রচার শুরু করেছে মৎস্যদপ্তর। বিলি করা হচ্ছে লিফলেট। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দু’টোই হতে পারে বলে মৎস্যদপ্তরের তরফে জানানো হয়েছে। বোরলি সহ নদীয়ালি মাছ সংরক্ষণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মৎস্যদপ্তরের সহকারী অধিকর্তা রমেশচন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ভরা বর্ষায় এখন বোরলি ডিম পাড়ছে। সেই ডিম ফুটে বাচ্চা হচ্ছে। কিন্তু অনেকে সূক্ষ্ম জাল, চাইনিজ জাল দিয়ে বোরলির বাচ্চাগুলিকে ধরে ফেলছেন। শুধু বোরলি নয়, সমস্ত নদীয়ালি মাছের ক্ষেত্রেই এটা হচ্ছে। সেজন্য অক্টোবর পর্যন্ত তিস্তা, জলঢাকা, করলা সহ বড় নদীগুলিতে কোনওভাবে সূক্ষ্মজাল, চাইনিজ জাল ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া  হয়েছে। এনিয়ে প্রচারও করা হচ্ছে। নিষেধাজ্ঞা না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 

    এদিকে তিস্তায় জল বাড়তেই দেখা মিলছে পেটে ডিমভর্তি বোরলি। ফলে হাসি ফুটেছে নদীপাড়ের মৎস্যজীবীদের। বাজারে চাহিদা থাকায় অনেকেই জাল ফেলে ওই বোরলি ধরতে মরিয়া। ধরা হচ্ছে সদ্য ডিম ফুটে বের হওয়া বোরলির বাচ্চাও। তিস্তার তাজা বোরলির চাহিদা তুঙ্গে ডুয়ার্সের হোটেল, রিসর্ট, হোম স্টেগুলিতে। পর্যটকদের চাহিদা পূরণে বাজারে আসামাত্র ওই মাছ বেশি দামে কিনে নিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। তারপর সেই বোরলির ভাজা, ঝোল, চচ্চড়ির মতো নানা পদের অতুলনীয় স্বাদে বিভোর হচ্ছেন পর্যটকরা। 

    সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, উত্তরবঙ্গের কথা বললেই তাঁর বোরলির কথা মনে পড়ে। শুধু শীর্ষেন্দু কেন, বোরলির টানে অনেকেই বারবার ছুটে এসেছেন উত্তরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বোরলি প্রীতি তো সবার জানা। কিন্তু সারাবছর তার দেখা পাওয়া ভার। আর তাই তিস্তার ‘রূপালি শস্য’কে নিয়ে হা-পিত্যেসেরও শেষ থাকে না। বোরলির টানে উত্তরবঙ্গে বেড়াতে এসে ভালো মাছ না মেলায় অনেককে হতাশ হয়ে ফিরতে হয়।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)