• পরিবহণ নগরের শোরুমে মিলছে নয়া রূপে বাজারে আসা রেনল্ট ট্রিবার
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একেবারে নতুন রূপে মঙ্গলবার শিলিগুড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন হল রেনল্ট ট্রিবার। মাটিগাড়ার পরিবহণনগরে রেনল্ট শোরুমে পাওয়া যাচ্ছে বিশেষ এই মডেলের গাড়ি। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬ লক্ষ ২৯ হাজার টাকা থেকে। টপ মডেলের দাম ৮ লক্ষ ৬৪ হাজার টাকা। কোম্পানির দাবি, এই গাড়িতে ২১টি নতুন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও ডিজিটাল যুগের একাধিক নতুন পরিষেবা এই গাড়িতে মিলবে। এই গাড়িতে রয়েছে এলইডি টেল ল্যাম্প, ইলেক্ট্রিকাল অ্যাডজাস্টেবল এলইডি ইন্ডিকেটর, এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার্স, ফ্রন্ট পার্কিং সেন্সর সহ একাধিক নতুন সুবিধা। 

    এদিন মাটিগাড়ার শোরুমে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তানশু আগরওয়াল, সেলস ম্যানেজার অখিল রায়, বিজনেস হেড কুন্তল মিত্র সহ বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা। কোম্পানির দাবি, আগামী দিনে এই গাড়ি সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপযোগী হয়ে উঠছে। মাটিগাড়ার রেনল্ট শোরুমে এলে বিভিন্ন ব্যাঙ্কের তরফে লোন ও ইএমআই ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানিয়েছে শোরুম কর্তৃপক্ষ। পুজোর আগে এই গাড়ির বুকিং করতে হলে সরাসরি পরিবহণনগরের রেনল্টের এই শোরুমের চলে আসতে হবে।  
  • Link to this news (বর্তমান)