সংবাদদাতা, হবিবপুর: জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে শিশুদের পড়াশোনা। ছাদের প্লাস্টার খসে কখনও পড়ছে শিশুদের মাথায়, আবার কখনও মিড ডে মিলের খাবারে। সেটাই পাত পেড়ে খাচ্ছে খুদেরা। এমনই দশা বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তুকিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অবিলম্বে ভবন সংস্কারের দাবিতে মঙ্গলবার সেই কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সিডিপিও আব্দুল সাত্তার বলেন, শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। বিল্ডিং সংস্কারের বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।
জানা গিয়েছে, বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুরো ছাদ ও দেওয়ালের প্লাস্টার সহ মেঝে সমস্তটাই চটে গিয়েছে। যে কোনও সময় খুঁদে পড়ুয়াদের বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অভিভাবক ও বাসিন্দারা। অনেকের মিড ডে মিলে প্লাস্টার খসে পড়েছে। ছাদ থেকে সিমেন্টের চটা উঠে একাধিকবার পড়ুয়াদের মাথায় পড়েছে। বড় আকারের প্লাস্টার খসলে দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে বিল্ডিংটি সংস্কার করার দাবি তুলেছেন বাবা-মায়েরা। মমতা ওরাওঁ নামে এক অভিভাবক জানান, ছাদের চাঙড় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিং সংস্কার করা হোক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবেই জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে সেন্টারের বিল্ডিং। শীঘ্রই ব্যবস্থা না নিলে পরবর্তীতে বড় আন্দোলনে নামব। বিষয় প্রসঙ্গে সোমা মণ্ডল নামে ওই কেন্দ্রের এক দিদিমনি জানান, বর্ষায় ঘরের অবস্থা খুব খারাপ। যে কোনও সময় ভেঙে পড়ার মতো পরিস্থিতি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।