• কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে নিউটাউন গার্লস
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: কলকাতার রেড রোডে ২০২৩ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল আলিপুরদুয়ার শহরের নিউটাউন গার্লস হাইস্কুলের ছাত্রীরা। এবছরও রেড রোডে রাজ্য সরকার আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে জেলার একমাত্র স্কুল হিসেবে সুযোগ পেল নিউটাউন গার্লস হাইস্কুল। স্বভাবতই উচ্ছ্বসিত নিউ টাউন গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ ও জেলা শিক্ষাদপ্তর। 

    এবছরের কুচকাওয়াজে নিউ টাউন গার্লসের ৩১ জন ছাত্রী অংশ নেবে। মঙ্গলবারই ওই ছাত্রীদের নিয়ে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশে রওনা দেন স্কুলের টিআইসি শ্রেয়সী দত্ত। ওই টিমে গিয়েছেন স্কুলের দু’জন সহকারী শিক্ষিকাও। কলকাতায় আগামী কয়েকদিন কুচকাওয়াজের অনুশীলন হবে। তার জন্যই ছাত্রীদের নিয়ে আগাম কলকাতা রওনা দিয়েছে নিউটাউন গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ। রাজ্য থেকে খবর আসার পর মাত্র চার দিনের মধ্যে প্রস্তুতিতে এদিন ছাত্রীদের নিয়ে কলকাতা রওনা হতে হল, জানিয়েছেন শিক্ষিকারা। 

    আলিপুরদুয়ার শহরের নামী স্কুলগুলির মধ্যে নিউটাউন গার্লস হাইস্কুল অন্যতম। প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় থাকে এই স্কুলের কোনও না কোনও ছাত্রী। সেই সুনামের পাশাপাশি কলকাতায় রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও অংশ নিতে রাজ্য থেকে ডাক আসছে। দু’বছর আগে ’২৩ সালে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ডাক পেয়েছিল এই স্কুল। ওই বছরের কুচকাওয়াজে অংশ নেওয়া ১১ জন ছাত্রী এবছরের কুচকাওয়াজেও অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। 

    নিউটাউন গার্লস হাইস্কুলের পঞ্চম থেকে একাদশ শ্রেণির বাছাই করা মোট ৩১ জন ছাত্রী এবারের কুচকাওয়াজে অংশ নেবে। পঞ্চম শ্রেণির ছাত্রী অংশিকা ঘোষ, সুমেধা দাস, একাদশ শ্রেণির ঐশিকী মহন্ত, সুলগ্না ঘোষ বলে, কলকাতায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। এটা আমাদের ও স্কুলের কাছে অত্যন্ত সম্মানেরও। 

    টিআইসি বলেন, রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে জেলার একমাত্র স্কুল হিসেবে আমাদের স্কুলই সুযোগ পেয়েছে। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও আমাদের স্কুল সুযোগ পেয়েছিল। এজন্য আমরা গর্ব অনুভব করছি। 

    স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য ছাত্রীদের কলকাতা যাওয়া আসা ও থাকার খরচ রাজ্য সরকারই বহন করবে। নিউটাউন গার্লস হাইস্কুলের টিআইসি জানিয়েছেন, শিক্ষাদপ্তরের মাধ্যমে এই খরচ দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে নিউটাউন গার্লস হাইস্কুল সুযোগ পাওয়ায় ভালো লাগছে। আশা করি, শহরের ওই স্কুলটিকে দেখে জেলার অন্যান্য স্কুলের পড়ুয়ারা অনুপ্রাণিত হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)