• সুনীলদের বেতন বন্ধ
    আনন্দবাজার | ০৫ আগস্ট ২০২৫
  • আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জের। প্রথম দলের ফুটবলার-সহ অন্যান্য কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু এফসি!সোমবার বিকেলেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়, ৭ অগস্ট নয়াদিল্লিতে আইএসএলের আটটি ক্লাবের সঙ্গে বৈঠক করবেন সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু রাতে সমাজমাধ্যমে সুনীল ছেত্রীদের ক্লাবের তরফে বিবৃতি দেওয়া হয়, ‘‘আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে আমরা প্রথম দলের ফুটবলার ও কর্মীদের বেতন স্থগিত রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’’

    হেরেই চলেছে মহমেডান: কলকাতা লিগে টানা পাঁচ ম্যাচে হারল মহমেডান। সোমবার ০-১ হার পিয়ারলেসের বিরুদ্ধে। ৬০ মিনিটে জয়সূচক গোল করেন মনোরঞ্জন সিংহ।
  • Link to this news (আনন্দবাজার)