• ‘সময় শেষ হয়ে আসছে... ’, বাংলা ভাষা বিতর্কে এ বার হুঁশিয়ারি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন রূপাঞ্জনা
    আনন্দবাজার | ০৫ আগস্ট ২০২৫
  • বাংলাভাষীদের ধরপাকড় বিতর্কের মাঝে দিল্লি পুলিশ একটি ঘটনায় বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তা নিয়ে ঝড় বইছে এ রাজ্যে। টলিপাড়ার শিল্পীরাও এই বিষয় নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। বাংলার গণ্ডি ছাড়িয়ে বিতর্কের প্রভাব পড়েছে অন্য রাজ্যেও। বিতর্কে ঘৃতাহুতি পড়েছে বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালবীয়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। বিজেপি নেতা মালবীয় সোমবার দাবি করেছেন, দিল্লি পুলিশ ‘বাংলাদেশি ভাষা’ বলে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলেছে, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা নিয়ে কিছু বলেনি। এর পরেই সিলেটি-সহ বিভিন্ন প্রসঙ্গের উল্লেখ করে মালবীয়ের দাবি, ‘বাংলা বলে এমন কোনও ভাষা নেই, যা এই রূপভেদগুলিকে ধরতে পারে’! এই সূত্রেই মালবীয়ের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাভাষীদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন এবং এই জন্য তাঁর বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তা আইনে’ পদক্ষেপ করা উচিত। এ বার এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন একদা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

    একটা সময় বিজেপিতে ছিলেন রূপাঞ্জনা। আর জি কর আন্দোলনের সময় সরকার পক্ষের বিরুদ্ধে সুর চড়ান। যদিও চলতি বছর ২১ জুলাইয়ের মঞ্চে রূপাঞ্জনার উপস্থিতিই স্পষ্ট করে দেয়, তিনি এ বার ঘাসফুলে। রূপাঞ্জনা নিজেও জানিয়েছিলেন, এটা তাঁর ‘ঘরওয়াপসি’। বাংলা ভাষা নিয়ে বিজেপিকে আক্রমণ অভিনেত্রীর! তিনি লেখেন, ‘‘ঘুরিয়ে গালে মানুষ যখন চটি মারবে তখন বুঝবেন বাংলা ভাষা আর বাংলার মানুষদের আক্রমণ করলে তার ফল কী হয়! আর চটিচাটা, নীরবে চটিচাটা, পিসি-ভাইপো এই সব শব্দ যে দল থেকে আমদানি করেছেন তাদের একটা কথা জানিয়ে রাখা দরকার, আপনাদের সময় শেষ হয়ে আসছে.. আপনাদের মুখের ভাষার জন্য।’’
  • Link to this news (আনন্দবাজার)