কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তেরা আবার পুলিশি হেফাজতে, হতে পারে মুখোমুখি জেরাও
আনন্দবাজার | ০৫ আগস্ট ২০২৫
জেল হেফাজতের পরে আবার তিন দিনের পুলিশি হেফাজতে থাকতে হবে কসবাকাণ্ডের মূল অভিযুক্ত সহ-ধৃতদেরকে। আগামী ৮ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করাও হতে পারে।
আদালতে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করার সময়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্তে নেমে বেশ কিছু ফরেন্সিক নমুনা, ডিজিটাল প্রমাণ-সহ কয়েক জন সাক্ষীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধৃতকে জেরা করা প্রয়োজন। এর আগেও পুলিশের পক্ষ থেকে একই আবেদন জানানো হয়েছিল। এবারে পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না, অপরাধে কার কী ভূমিকা ও সংগৃহীত প্রমাণ পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি অভিযুক্তের ‘মোটিভ’ সম্পর্কেও তদন্ত করা হবে। মিলিয়ে দেখা হবে সাক্ষী ও অভিযুক্তদের বয়ান। ‘অপরাধে’র বিস্তারিত জানতে অভিযুক্তদের মুখোমুখি বসিয়েও জেরা করা হবে।
এ দিন মূল অভিযুক্তের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করে দাবি করেছিলেন, অভিযুক্ত আদৌ প্রভাবশালী নন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। আদালত সূত্রের খবর, পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।