• ‘যোগদান সম্ভব নয়’! আরজি কর কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে কেন নেই জুনিয়র ডাক্তারেরা
    আনন্দবাজার | ০৫ আগস্ট ২০২৫
  • আরজি কর-কাণ্ডের এক বছরে, আগামী ৯ অগস্ট নবান্ন অভিযান কর্মসূচিতে শামিল হবেন নির্যাতিতার বাবা-মা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিলেন, ওই কর্মসূচিতে তাঁরা থাকবেন না। ৮ অগস্ট তাঁদের নিজস্ব কর্মসূচি রয়েছে, তাতে যোগ দেবেন তাঁরা। কেন থাকবেন না, সেই কথাও জানিয়েছেন। তাঁদের কথায়, ওই কর্মসূচির কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরে জানান নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার বাবা-মা। সব রকম রাজনৈতিক কর্মসূচি থেকেই দূরত্ব রাখতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

    ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আগামী ৯ অগস্ট, শনিবার নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। দিন দুয়েক আগে নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শু‌ভেন্দু। এর পর গত শনিবার তিনি আরজি করের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে নবান্ন অভিযানের ডাক দেন তিনি। জানান, আরজি করের নির্যাতিতার মা-বাবাও তাতে অংশগ্রহণ করবেন। এ বার জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিলেন, ওই কর্মসূচিতে থাকবেন না তাঁরা।

    চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধারের পরে তাঁর হয়ে বিচার চেয়ে এবং বিভিন্ন দাবিতে আন্দোলনে বসেছিলেন ওই জুনিয়র ডাক্তারেরা। তাঁরা মঙ্গলবার বললেন, ‘‘বিরোধী দলনেতা জনসভায় ঘোষণা করেন, আমি অভয়ার বাবা-মাকে বলব, এ রকম কর্মসূচি ডাকুন। দলীয় পতাকা ছাড়া ওই কর্মসূচিতে অংশ নিতে বলেছেন তিনি। আমরা আগেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরত্ব রেখেছি। এখনও রাখব।’’ তাঁরা আরও বলেন, ‘‘আমাদের পক্ষে এই অভিযানে থাকা সম্ভব নয়। আমরা মনে করি, যদি নির্যাতিতার বাবা-মা নিজে কর্মসূচির ডাক দিতেন, সকলে তাতে যোগদান করত, তা হলে অন্য বিষয় হত।’’ এর পরে তাঁরা নাম না-করে বিরোধী দলের দিকেও আঙুল তোলেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘‘সিবিআইয়ের ভূমিকা ন্যক্কারজনক (তদন্তের ক্ষেত্রে)। সেখানে রাজ্যের বিরোধী দলনেতার পাশে কী করে হাঁটব? এ রকম জায়গায় গেলে আমাদের আন্দোলন কালিমালিপ্ত হবে।’’

    প্রসঙ্গত, ৮ অগস্ট আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর নিজস্ব কর্মসূচি রয়েছে। ওই দিন রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নামবে তারা। হবে মশাল মিছিল। ঘটনাটি ঘটেছিল গত বছর ৮ অগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে। আরজি কর-কাণ্ডের এক বছর পর সেই ৮ অগস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। তার পরে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়্যার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলেও জানান তাঁরা। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগদান করার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।
  • Link to this news (আনন্দবাজার)