হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে প্রাইমারির পড়ুয়াদের, বিক্ষোভে অভিভাবকরা
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাঁটু অবধি জল পেরিয়ে স্কুলে যাচ্ছে প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা। জলপাইগুড়ি জেলার বালাপাড়া তিস্তার চর এসপি প্রাইমারি স্কুলে চিত্রটা এমনই। বৃষ্টির পরেও জল নামেনি স্কুল চত্বর থেকে। এনিয়ে আজ, মঙ্গলবার ফের বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। স্কুল থেকে জল নামার ব্যবস্থা করতে না পারলে, নৌকা নামানো হোক বলে দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। মঙ্গলবার স্কুল শুরুর পর থেকেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে লাটে ওঠে পড়াশোনা। কিছু অভিভাবক জোর করে স্কুল থেকে সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেন প্রধান শিক্ষক। স্কুল ছুটি না হওয়া পর্যন্ত কোনও অভিভাবক তাঁদের সন্তানদের বাড়ি নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি। এই নিয়েই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিসও। পরে ঘটনাস্থলে আসেন খড়িয়া পঞ্চায়েতের নির্মাণ সহায়ক নিলয় গুহ রায়। তাঁকে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকার মহিলারা। স্কুলে জল জমার সমস্যার সমাধান হোক বলে দাবি করেন মহিলারা। এনিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। তিন দিনের মধ্যে জল না নামলে স্কুলে তালা মারার হুমকি দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। অন্যদিকে, এদিনের বিক্ষোভ পরিস্থিতির জেরে বেশ কিছু পড়ুয়া মিড ডে মিল না খেয়েই স্কুল থেকে বাড়ি ফিরে যায়। স্কুলের গেট পর্যন্ত এসে তাদের ফেরানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক নয়নরঞ্জন বক্সি। কিন্তু অভিভাবকরা জানিয়ে দেন, স্কুলের চারদিকে নোংরা জল জমে রয়েছে। তাতে পোকামাকড় ও কেঁচো ঘুরছে। এর মধ্যে বসে তাঁদের সন্তানরা মিড ডে মিল খাবে না। আগে স্কুলের পরিবেশ ঠিক হোক। তারপর তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন।