• জানলায় ছিল না গ্রিল, খেলতে গিয়ে সেখান থেকেই পড়ে মর্মান্তিক পরিণতি একরত্তির
    এই সময় | ০৬ আগস্ট ২০২৫
  • বহুতল থেকে নীচে পড়ে মৃত্যু হলো এক তিন বছরের শিশুর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি নস্করপাড়ায়। মৃত শিশুটির নাম অভয় পোড়েল। পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের সঙ্গে শিশুটি থাকত একটি বহুতলের চারতলায়। এ দিন জানলায় বসে খেলছিল শিশুটি। সেই জানলায় কোনও গ্রিল লাগানো ছিল না। খেলতে গিয়েই আচমকাই নীচে পড়ে যায় শিশুটি। গুরুতর আহত হয় সে। 

    এলাকাবাসীই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিল্ডিংটির চারতলা সম্পূর্ণ বেআইনি। কোনও মতে টিনের ছাউনি দিয়ে তা তৈরি করা হয়েছিল। ওই অস্থায়ী ঘরেই ভাড়া থাকতেন শিশুটির বাবা-মা। 

    বাড়ির মালিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন, অভিযোগ করেন স্থানীয়রা। মঙ্গলবার অভয়ের বাবা বলেন, ‘ওই টিনের ঘরে থাকতে খুব কষ্ট হতো। এই মাসেই ওই ঘর ছেড়ে অন্যত্র ভাড়া নিয়েছিলাম। কিন্তু তার আগেই এই ধরনের ঘটনা ঘটে গেল।’ 

    সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার (৫০ নম্বর ওয়ার্ড) ত্রিলোকেশ মণ্ডল স্বীকার করেন ওই বিল্ডিংয়ে টিনের যে ঘর তৈরি করা হয়েছিল, তা বেআইনি। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। যদিও স্থানীয়দের আক্ষেপ, বিল্ডিংটি নিয়ে বহুদিন ধরেই আপত্তি তুলছিলেন স্থানীয়রা। সেই সময়ে প্রশাসন পদক্ষেপ করলে একটি শিশুর প্রাণ এ ভাবে চলে যেত না। 

  • Link to this news (এই সময়)