• অশোকনগরের জঙ্গল থেকে গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় এখনও রহস্য, তদন্তে নামল লিলি
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • অশোকনগরের জঙ্গল থেকে দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। সেই রহস্য উদঘাটনে এ বার নামানো হয়েছে ‘লিলি’-কে। সে পুলিশের ‘স্নিফার ডগ’। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তির পাঞ্জাবির পকেট থেকে পাওয়া গিয়েছিল নন্দীগ্রাম রুটের একটি বাসের টিকিট। সেই টিকিটের সূত্র ধরেও ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    সোমবারই উত্তর ২৪ পরগণার অশোকনগরের বুজরুকদিঘা এলাকায় রাস্তার পাশের জঙ্গলে ঘেরা একটি জলাশয় থেকে উদ্ধার হয় একজনের গলাকাটা দেহ। তাঁকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। মধ্যবয়সি ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাঁকে অন্য কোথাও খুন করে দেহ সেখানকার ওই নির্জন জায়গায় ফেলে দেওয়া হয় বলেই অনুমান পুলিশের। কিন্তু মঙ্গলবার বিকাল পর্যন্ত এর কোনও কিনারা করতে পারেনি পুলিশ।

    এই দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সমাধান করতে কাজে লাগানো হয়েছে ‘লিলি’-কে। মঙ্গলবারই ওই এলাকায় পুলিশের স্নিফার ডগ লিলিকে নিয়ে আসা হয়। তবে, তার পরেও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

    বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ অতীশ বিশ্বাস জানান, এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সূত্রে খবর, মধ্য বয়স্ক ওই ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। তার পাঞ্জাবির পকেট থেকে নন্দীগ্রাম-কলকাতা রুটের একটি বাসের টিকিট পাওয়া গিয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার জন্য পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অশোকনগর থানার পুলিশ। ওই এলাকার কেউ নিখোঁজ আছেন কি না তাও জানার চেষ্টা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)