• নবান্ন অভিযানের আগেই আরজি কর আন্দোলনে যুক্ত থাকা জুনিয়র ডাক্তারদের নোটিস!
    হিন্দুস্তান টাইমস | ০৫ আগস্ট ২০২৫
  • একটা বছর হতে চলল। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনায় এখনো বিচার পায়নি তিলোত্তমার পরিবার। এই অবস্থায় আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা-মা। তার আগেই এলো পুলিশি সমন। ঠিক যাঁরা গত বছর এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সেই জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে নোটিশ পাঠিয়েছে পুলিশ।


    কলকাতা পুলিশের তরফে সমন পাঠানো হয়েছে একাধিক চিকিৎসককে। তালিকায় রয়েছেন মানস গুমটা, সুবর্ণ গোস্বামী, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, কৌশিক চাকি সহ আরও অনেকে। যাঁরা গত বছর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ ছিলেন, এ বার তাঁদেরই বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মামলা নম্বর ২৫৯, ২৬১ এবং ২৬৩, এই তিনটি কেসের ভিত্তিতেই পাঠানো হয়েছে সমন। অভিযোগ, মেডিক্যাল কলেজ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, দুর্গাপুজোর সময় রাস্তায় প্রতিবাদী পরিক্রমা এবং মহাঅষ্টমীর দিন মেট্রো চ্যানেলে জমায়েত করে যন্ত্রপাতি বাজিয়ে ‘দ্রোহের উৎসব’ আয়োজন করা এই সবকিছুই আইন অমান্য করেছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।

    তবে প্রশ্ন উঠছে, একটি বছর পার হয়ে যাওয়ার পর আচমকা এই সমনের কারণ কী? কেন ঠিক এই সময়েই পুলিশ তৎপর হল? চিকিৎসক মহলে অনেকেই মনে করছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই পদক্ষেপ করা হয়েছে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক সংগঠন জুনিয়র ডক্টরস প্লাটফর্ম। আন্দোলনের আগে এই আইনি পদক্ষেপকে তারা দেখছে এক প্রকার মানসিক চাপ তৈরির কৌশল হিসেবে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের ৯ অগস্ট কলেজের সেমিনার হলে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের নিথর দেহ। তাঁর মৃত্যু ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছিল আন্দোলনের ঝড়, তিলোত্তমা কাণ্ড নামে পরিচিত সেই ঘটনা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)