• কাঁকুড়গাছিতে BJP কর্মী খুনের মামলায় SI ও হোমগার্ডের জামিন মঞ্জুর করল হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ০৫ আগস্ট ২০২৫
  • ২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার ও হোমগার্ডের জামিনের আর্জি গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ তৎকালীন এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিন মঞ্জুর করেন। দু’জনেই মামলার সময় থেকে জেল হেফাজতে ছিলেন।


    উল্লেখ্য, এই মামলায় গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত ওই দুই পুলিশকর্মীকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। একইসঙ্গে ওই মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভজিৎ সেন এবং সুজাতা দে-র জামিনের আবেদনও খারিজ করে তাঁদেরও জেল হেফাজতে পাঠানো হয়।রত্না এবং দীপঙ্করের পক্ষ থেকে পরে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়। শুনানিতে সিবিআই জামিনের বিরোধিতা করলেও আদালত কিছু শর্তসাপেক্ষে তাঁদের জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নির্মমভাবে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ও মারধর করে হত্যা করা হয় তাঁকে। তদন্তের শুরুতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামলেও, পরে হাইকোর্টের নির্দেশে মামলা স্থানান্তরিত হয় সিবিআইয়ের হাতে।

    সিবিআই প্রথম পর্যায়ে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত চার্জশিটে আরও ৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়। চলতি বছরের ২ জুলাই কেন্দ্রীয় সংস্থা আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। সেখানে অভিযুক্ত হিসেবে উঠে আসে একাধিক তৃণমূল নেতার নাম। যার মধ্যে রয়েছেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এবং ওয়ার্ড ৩০-এর কাউন্সিলর পাপিয়া ঘোষ। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে পুলিশকর্তা শুভজিৎ সেন, রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথ ও সুজাতা দে-র। চার বছর পুরনো এই মামলায় এখনও তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)