• জমা জলে মৃত্যুফাঁদ! হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
    প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম বিজয় দাস (৪০) ওরফে নানকি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার রামরাজাতলা এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েকের বৃষ্টিতে রামরাজাতলার রামচরণ শেঠ রোড জলমগ্ন হয়ে আছে। গতকাল রাতের বৃষ্টিতে সেই জমা জল আরও বাড়ে। ওই এলাকার একটি পাঁচতলা আবাসনের তিনতলার ফ্ল্যাটের বাসিন্দা স্বপনকুমার রায়। তিনি ওই ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে খানাকুলের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো আজ, মঙ্গলবার সকালে একটি মালবাহী গাড়ি জিনিসপত্র তোলার জন্য এসেছিল। তিন-চার জন শ্রমিক জিনিসপত্র তিনতলার ফ্ল্যাট থেকে নামানোর জন্য গিয়েছিলেন। সেই দলে ছিলেন বিজয় দাস।

    মালপত্র প্রায় গাড়িতে তোলা হয়ে গিয়েছিল। সেইসময় বিজয় আবাসনের গ্রিলে হাত রেখেছিলেন। মুহূর্তে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। দেখা যায়, ওই আবাসনের মিটার বক্সের থেকে একটি ইলেকট্রিকের তার বেরিয়ে ওই গ্রিলের সঙ্গে লেগেছিল। জমা জলে ওই তার থেকে আবাসনের গ্রিলে বিদ্যুৎসংযোগ হয়ে গিয়েছিল। সেই গ্রিলে হাত রাখতেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। কোনওমতে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। ওই আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জানা গিয়েছে, বিজয় দাসের বাড়ি বিহারে। হাওড়ার রামরাজাতলা এলাকায় তিনি একটি কারখানায় থাকেন। ভ্যানচালকের পাশাপাশি তিনি বিভিন্ন সময় শ্রমিকের কাজও করেন। এদিন সেই কাজ করার জন্যই ওই আবাসনে গিয়েছিলেন তিনি। ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
  • Link to this news (প্রতিদিন)