গত কয়েকদিনে উত্তরবঙ্গবাসী লাগাতার বৃষ্টিতে নাজেহাল। পাহাড়ে ধস নামায় জাতীয় সড়ক পর্যন্ত বন্ধ থেকেছে। হাওয়া অফিস ফের সতর্কতা জারি করে নিশ্চিত করেছে, উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বর্ষা। পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
তবে দুর্যোগের এই তালিকা থেকে আপাতত বাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে। জলীয় বাষ্পের কারণেই এই পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তরপ্রদেশে এবং বিহারে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম হবে। মঙ্গলবার এবং বুধবার তাপমাত্রা অনেকখানি বাড়বে। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের ভিজবে বাংলা। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার কম-বেশি সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্টোদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই একটানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তা, তোর্সা, জলঢাকার। এরপর জল বাড়লে প্লাবিত হতে পারে আশেপাশের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি।