‘বাংলার অর্থনৈতিক স্বাস্থ্য ভালো’, পরিসংখ্যান প্রকাশ মমতার
দৈনিক স্টেটসম্যান | ০৫ আগস্ট ২০২৫
চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায় গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারত সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যান তুলে ধরে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বলেন, ‘রাজ্যের বাণিজ্য ও খরচের ক্ষেত্রে এটি ধারাবাহিক উন্নতির প্রতিফলন। এর থেকে প্রমাণিত হচ্ছে, রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য ভালো আছে।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারতের অর্থনীতি মৃত। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়ে দিয়েছেন বাংলার অর্থনীতি সুস্থ ও চাঙ্গা রয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই মাসে রাজ্যে জিএসটি আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গত বছর জুলাই মাসে রাজ্যে জিএসটি আদায়ের পরিমাণ ছিল ৫,২৫৭ কোটি টাকা। সেখানে চলতি বছরের জুলাইতে জিএসটি সংগ্রহের পরিমাণ ৫,৮৯৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় রাজ্যে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টেই এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মমতা আরও জানিয়েছেন, জুলাই পর্যন্ত রাজ্যের মোট জিএসটি আদায়ের যৌথ বৃদ্ধির হার ৭.৭১ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে এই পরিসংখ্যান অত্যন্ত ইতিবাচক। চলতি আর্থিক বছরে রাজ্যে এই আর্থিক প্রবণতা বজায় থাকলে রাজস্ব বৃদ্ধিতে তা বড় ভূমিকা পালন করবে। এই পরিসংখ্যান রাজ্যে ব্যবসা-বাণিজ্য ও গ্রাহকদের চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এই ইঙ্গিত ভবিষ্যতে রাজ্যে অর্থনৈতিক ভিত আরও শক্ত করবে। উল্লেখ্য, রাজ্যে অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ করেছে সরকার। উৎপাদন ও চাহিদা বাড়াতে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের এই পরিসংখ্যান প্রকাশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেজ্ঞরা। এই পরিসংখ্যান রাজ্যে বিনিয়োগকারীদেরও উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।