‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকালে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কী কী পদক্ষেপ নিতে হবে? ১) প্রচার বাড়াতে হবে। মানুষ যাতে জানতে পারেন যে তাঁদের এলাকায় কোথায় এবং কবে ক্যাম্প বসছে, ২) দায়িত্বে থাকা পদস্থ আধিকারিকদের শিবির চলাকালীন থাকতে হবে ক্যাম্পেই, ৩) পৌঁছানো সহজ এমন এলাকায় শিবির করা বাধ্যতামূলক।উল্লেখ্য, শনিবার থেকে রাজ্যজুড়ে ৬৩২টি শিবির নিয়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এক-একটি বুথের জন্য ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা-সহ ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে এই শিবিরগুলিতে।