ধসে পড়ল মাটির বাড়ির দেওয়াল, জামালপুরে মৃত্যু দম্পতির
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল দম্পতির। মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় দেওয়ালে নীচে চাপা পড়ে প্রাণ গিয়েছে তাঁদের।পুলিস জানিয়েছে, মৃতদের নাম মহম্মদ ইউনুস মল্লিক( ৫৭) ও রিজিয়া বেগম মল্লিক (৫৩)। হাত দিয়ে মাটি সরানো সম্ভব না হওয়ায়, মেশিন দিয়ে মাটি সরিয়ে দেহ দুটি উদ্ধার করা হয়। জামালপুর থানার পুলিস মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দা হাফিজুল রহমান মল্লিক বলেন, “লাগাতার ভারী বৃষ্টির জন্যই দেড় তলা মাটির বাড়ি ভেঙে পড়ে ভোর রাতে। আমরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করলেও কিছুই করতে পারিনি। সকালে জেসিবি মেশিন এনে মাটি সরিয়ে দেহ দু'টি উদ্ধার করা হয়।” মৃতা রিজিয়া বেগম মল্লিকের ভাই শেখ ইদ্রিস জানান, টানা বৃষ্টির কারণেই দেড়তলা মাটির বাড়িটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।