কোচবিহারে কনভয়ে হামলার ঘটনায় গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'এর শেষ দেখে ছাড়ব।' পাশাপাশি, তৃণমূলের উদয়ন গুহকে নিশানা করে শুভেন্দু বলেছেন, 'আমি মমতাকে হারানো লোক। সত্যিকারের সনাতনী হয়ে থাকলে, এর হিসাব আমি নেব। বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে।'
ঠিক কী বলেছেন শুভেন্দু
বিরোধী দলনেতা বলেছেন, 'গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপিকে মেল করে বিচারপতি মান্থার ২টি অর্ডার জানিয়ে, সমস্ত তথ্য দিয়ে এসেছি। বাগডোগরা থেকে সকাল ১০টায় কোচবিহারের উদ্দেশে যাত্রা করি...শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। বুলেটপ্রুফ গাড়িতে এসেছি...বাংলাদেশ থেকে হু হু করে লোক ঢোকাচ্ছে।'
তাঁর সংযোজন, 'যেই খাগড়াবাড়ি ঢুকেছি, উন্মত্ত হায়নার দল, উদয়ন গুহের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তা হলে আপনাদের মৃতদেহের সামনে দাঁড়িয়ে ফুল দিতে হত। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হন, তা হলে পরোক্ষ রাজীব কুমার...এর শেষ দেখে ছাড়ব। আমি মমতাকে হারানো লোক। সত্যিকারের সনাতনী হয়ে থাকলে, এর হিসাব আমি নেব। বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে।'
তারপরে এসআইআর প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'কোনও হিন্দুর সমস্যা হবে না, কোনও রাজবংশীর সমস্যা হবে না...একটাও বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভোটার তালিকায় থাকবে না।'
প্রসঙ্গত, মঙ্গলবার কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনায় মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তারপরে কোচবিহারের উদ্দেশে রওনা দেন তিনি। এদিন দুপুরে খাগড়াবাড়িতে কনভয় পৌঁছোতেই উত্তেজনা তৈরি হয়। শুভেন্দুকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ।