• জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী, বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, জল জমার সমস্যা না মিটলে অবরোধ তাঁরা তুলবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলার। কাউন্সিলারের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। যার ফলে জলমগ্ন একাধিক জায়গা এবং সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

    স্থানীয়দের অভিযোগ, বারাসত-ব্যারাকপুর রাস্তার ধারে একাধিক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। সেই কারণে বেহাল দশা নিকাশি ব্যবস্থার। অবৈধ নির্মাণের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এ বার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এর পরে বচসা পৌঁছে যায় হাতাহাতিতে।

    ইতিমধ্যেই ঘটনাস্থলে যান বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিল্পী দাস। তাঁর সামনেই চলতে থাকে অবরোধ। অবশেষে কাউন্সিলারের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। তার পরেই অবরোধ তুলে নেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল এলাকায়। তবে অবরোধ উঠে যাওয়ায় পরে ঘণ্টা খানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

    বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিল্পী দাস বলেন, ‘জল যন্ত্রনায় সমস্যা হচ্ছে আমাদের সকলের। পুরসভা কাজ শুরু করেছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে।’ বিক্ষোভকারী প্রবীর পোদ্দার বলেন, ‘আমাদের খুব সমস্যা হচ্ছে জল জমার জন্য। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শুধু আশ্বাস দেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)