• ‘আমি দেশের কাছে ক্ষমাপ্রার্থী…’, মহুয়াকে বিঁধে কেন ক্ষমা চাইলেন কল্যাণ?
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • ২৪ ঘণ্টাও পেরোল না, সোমবারের পরে মঙ্গলবার ফের মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিশানা সেই মহুয়া মৈত্র। সোমবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়ে দলেরই সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ। আর মঙ্গলবার ২০২৩ সালের একটি ভিডিয়ো পোস্ট করে ফের নিশানা করলেন নিজের দলের সাংসদকে।

    দীর্ঘদিন ধরেই কল্যাণ-মহুয়া সম্পর্ক একেবারে তলানিতে। মহুয়ার বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কল্যাণ। পাল্টা কল্যাণকেও নিশানা করেছেন মহুয়া। কল্যাণকে নারীবিদ্বেষী বলেও কটাক্ষ করেছেন তিনি। মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলে কল্যাণ সামনে নিয়ে এলেন ২০২৩ সালে লোকসভা তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে সংসদে টার্গেট হয়েছিলেন মহুয়া। তখন লোকসভায় তাঁর অধিকারের সমর্থনে সওয়াল করেছিলেন কল্যাণ। সেই সময়ের ভিডিয়ো পোস্ট করে কল্যাণ লিখছেন, ‘২০২৩ সালে যখন সংসদে মহুয়া আক্রমণের শিকার হয়েছিলেন। আমার ওঁর পাশে দাঁড়িয়েছিলাম। আজ তিনি তার প্রতিদান দিচ্ছেন আমায় নারীবিদ্বেষী বলে। আমি দেশের কাছে ক্ষমাপ্রার্থী এমন একজনের হয়ে কথা বলার জন্য।’

    যদিও প্রশ্নের বিনিময়ে ঘুষের কাণ্ডে পরে মহুয়া মৈত্রকে নিশানাও করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সাংসদের নিজস্ব লগইন-পাসওয়ার্ডের সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলেও অভিযোগ উঠেছিল।

  • Link to this news (এই সময়)