• কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, তুলকালাম খাগড়াবাড়িতে
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। অভিযোগ, ইট মারা হয় শুভেন্দুর গাড়িতেও। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে এই ঘটনা ঘটেছে। এ দিন কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা কোচবিহারে ১৯টি জায়গায় পথসভার ডাক দেয় তৃণমূলও।

    অভিযোগ, কোচবিহারে শুভেন্দুর গাড়ি ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপথিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়ে শুভেন্দুর কনভয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়। চোর স্লোগান ওঠে। ভাঙচুর করা হয় বলে দাবি করে বিজেপি। পুলিশ তৃণমূল কর্মীদের আটকাতে হিমশিম খায়। দু’টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

    কোনক্রমে সেখান থেকে শুভেন্দুর গাড়ি বের করে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে এসে পৌঁছন তিনি। এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয় কোচবিহার খাগড়াবাড়িতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির।

  • Link to this news (এই সময়)