মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ল বেঙ্গালুরু থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। রবিবার বেঙ্গালুরু থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওড়ার ঘণ্টা দেড়েক পরে আই এক্স-২৭৮ নম্বর উড়ানটি যখন মাঝ আকাশে, সেই সময়ে আচমকাই সমস্যার কথা জানানো হয় যাত্রীদের। বিমান নিয়ে কলকাতায় নামা সম্ভব নয় জানিয়ে যাত্রীদের নিয়ে আবার বেঙ্গালুরু ফিরে আসার কথা জানান পাইলট। বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের মূল এলাকা থেকে কিছুটা দূরে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটে বলে খবর। শেষে সাড়ে ৯টা নাগাদ সেটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। পরে বিমান সংস্থার পক্ষ থেকে সমস্যার কথা জানিয়ে বলা হয়, ওই বিমান নিয়ে কলকাতা উড়ে যাওয়া সম্ভব নয়। প্রযুক্তিগত সমস্যা রয়েছে। যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হচ্ছে।
অবশেষে রাত ২টো ৩৫ মিনিটের অন্য একটি বিমানে করে সোমবার ভোর পাঁচটা নাগাদ যাত্রীরা কলকাতায় এসে পৌঁছন। ওই বিমানের যাত্রী, পেশায় আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘‘সাংঘাতিক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে দু’বার সেফটি চেক ছাড়াও টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। রাত দেড়টা নাগাদ আমাদের রাতের খাবার দেওয়া হয়।’’ অভিজিতেরঅভিযোগ, মাঝ আকাশে বিপত্তির পরে যাত্রীদের নির্দিষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। বিমানকর্মীদের জিজ্ঞাসা করায় তাঁরা শুধু বলেন, বিমানের অবতরণ জরুরি। তা না মিটলে কিছু বলা সম্ভব নয়।
বিমানকর্মীদের ওই কথায় যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।বিমানবন্দর সূত্রের খবর, ওই সময়ে কলকাতার আকাশ দুর্যোগপূর্ণ হওয়ায় পাইলট শহরের দিকে আসার ঝুঁকি নেননি। পরিবর্তে, বেঙ্গালুরু ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
সূত্রের খবর, এয়ারবাস-৩২০ শ্রেণির ওই বিমানের হাইড্রলিক ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। এর ফলে বিমান নামার সময়ে ল্যান্ডিং গিয়ার খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে বিপত্তি দেখা দেওয়ার আশঙ্কা ছিল। বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরের কিছুটা দূরে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কেটে জ্বালানি পুড়িয়ে শেষ করে। তবে, পরে সেটিস্বাভাবিক ভাবেই বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে আসে। বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় সেটিকে ফিরিয়ে আনতে হয়। যাত্রী হয়রানির জন্য দুঃখ প্রকাশ করে ঠিক কী কারণে ওই বিপত্তি ঘটে, তা জানার চেষ্টা চলছে বলে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।