• দুর্গাপুরের পরিযায়ী শ্রমিক নিখোঁজ বিজেপিশাসিত রাজস্থানে! আশঙ্কায় দিন গুনছে পরিবার
    আনন্দবাজার | ০৫ আগস্ট ২০২৫
  • বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপিশাসিত রাজ্যগুলিতে নিগ্রহ ও অত্যাচারের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল। তার মধ্যে রাজস্থান থেকে এক নতুন আশঙ্কাজনক খবর উঠে এসেছে। রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক পরিযায়ী শ্রমিক শ্রীমন্ত মাল। বয়স ৪২। তিনি দুর্গাপুর থানার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গত জুলাই মাসে কাজের সন্ধানে রাজস্থানের কোটারি অঞ্চলে যান শ্রীমন্ত। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুরের তামলা এলাকার কাশীনাথ সিংহ। রান্নার কাজের প্রতিশ্রুতি দিয়ে কাশীনাথ তাঁকে নিয়ে গিয়েছিলেন, এমনই দাবি শ্রীমন্তের পরিবারের। কিন্তু রাজস্থানে পৌঁছোনোর পর শ্রীমন্তকে অন্য ধরনের শ্রমিকের কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

    শ্রীমন্ত ২৪ জুলাই শেষবার তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সে দিন কাশীনাথের ফোন থেকেই বাড়িতে ফোন করেছিলেন তিনি এবং জানিয়েছিলেন যে তিনি বাড়ি ফিরে আসতে চান। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের দাবি, বারবার চেষ্টা করেও তাঁরা শ্রীমন্তের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

    পরিবারের তরফে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদও বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয়েছে পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে। তিনিও ব্যক্তিগত ভাবে শ্রীমন্তের সন্ধানে তৎপর হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্গাপুর থানার পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে।

    এই ঘটনার প্রেক্ষিতে রাজস্থানে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগের আবহেই এই নিখোঁজ হওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রসঙ্গত, গত সপ্তাহে ডায়মন্ড হারবার এলাকার জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাবাই সর্দারকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাঁকে মুক্ত করতে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবাইকে নিয়ে যাওয়া হয়েছিল নাগপুর থানায়। সেখান থেকে তাঁকে রবিবার মুক্ত করানো হয়েছে। সেই ঘটনার বেশ কাটতে না কাটতেই বিজেপিশাসিত রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিক নিখোঁজের ঘটনা প্রকাশ্যে এল।
  • Link to this news (আনন্দবাজার)