আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে করা FIR খারিজের আর্জি, হাই কোর্টে মিঠুন
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৫
স্টাফ রিপোর্টার: আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে করা এফআইআর খারিজের আর্জি। এবার হাই কোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তাঁরই প্রাক্তন সচিব ও তাঁর স্ত্রী। মিঠুন চক্রবর্তী ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ ও পেশায় আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধেও ওই দম্পতি উত্তর কলকাতার চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মিঠুনের প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় তিনি কাজের জন্য টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজ করার জন্য চাপ দেওয়া হয়। তখন সুমন স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করেন। ওই টাকা দিয়ে কাজও শেষ করেন তিনি। কিন্তু ওই অংশের কাজ সংক্রান্ত কোনও নথি ছিল না তাঁদের কাছে।
পুলিশের কাছে সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে তাঁরা প্রায় ৩৫ লাখ টাকা পান। কিন্তু সেই টাকা তাঁদের দেওয়া হয়নি। সুমনের স্ত্রী-ও স্বামীর হয়ে টাকা চাইতে গেলে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। এর পরই ওই দম্পতি চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন। যেহেতু মূল অভিযোগকারী সুমন রায়চৌধুরীর স্ত্রী, তাই সোমবার তিনি শিয়ালদহ আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে খবর। এবার হাই কোর্ট মিঠুনের আর্জিতে সাড়া দেয় কি না, সেদিকেই তাকিয়ে সবমহল।