• স্বামীকে হত্যা করে অপহরণের নাটক, বারুইপুরে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক
    দৈনিক স্টেটসম্যান | ০৫ আগস্ট ২০২৫
  • বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক মহিলা ও তাঁর প্রেমিক। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হরিহরপুর এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম মহসিন হালদার। সোমবার শিবপুর স্কুলের পাশের জঙ্গল থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করে উস্তি থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মে মাস থেকে নিখোঁজ ছিলেন মহসিন। তাঁর স্ত্রী তনুজা বিবি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে উস্তি থানার পুলিশ। তদন্তে নেমে প্রথমে তনুজার কথায় সহযোগিতা থাকলেও, পরে অসঙ্গতি ধরা পড়ে। এরপর মৃত মহসিনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আসল ঘটনা।

    পুলিশ জানায়, তনুজা বিবি ও হাবিবুল্লাহ খান নামে এক যুবকের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন মহসিন। অভিযোগ, সেই কারণেই মহসিনকে খুন করার পরিকল্পনা করেন তনুজা ও হাবিবুল্লাহ। খুনের পর দেহটি ফেলে দেওয়া হয় শিবপুর স্কুলের পাশের জঙ্গলে। এরপর পুলিশকে বিভ্রান্ত করতে অপহরণের মিথ্যে অভিযোগ দায়ের করেন তনুজা।

    সোমবার অভিযুক্ত তনুজা বিবি ও হাবিবুল্লাহ খানকে গ্রেপ্তার করে বারুইপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)