নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা বৃষ্টির পরও শহর কলকাতার পিছু ছাড়ছে না বর্ষা। মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও পুরোদস্তুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন শহরে আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।গতকাল, সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস ও ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ—ফলে ভ্যাপসা গরমে নাকাল হতে হয়েছে শহরবাসীকে। মঙ্গলবারও এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।