• ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাঝে হঠাৎ অশান্তি, একেবারে হাতাহাতি পরিস্থিতি
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। সরকারি শিবিরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা৷রাতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজিত মুর্মু গঙ্গারামপুর থানার দ্বারস্থ হন৷ তৃণমূলের বুথ সভাপতির নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশের।

    গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রামপঞ্চায়েত অন্তর্গত আবেশকুড়ি হাই মাদ্রাসায় চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। ১৭ এবং ১৮ নম্বর বুথে শিবিরে যথেষ্ট ভিড়ও ছিল। সেখানে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুর্মু। অভিযোগ, অনেকটা বেলা হয়ে যাওয়ায় উপভোক্তাদের কাজ করতে চাইছিলেন না কর্মীরা।

    অভিযোগ, সুজিত সেই কাজ করতে বলায় মিনারুল ইসলাম মারধর করেন তাঁকে। ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কর্তব্যরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে খবর। পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

    যদিও এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মিনারুল ইসলামের। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, কী ঘটনা ঘটেছিল, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)