• একবালপুরে রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার হাসপাতালেরই কর্মী
    প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৫
  • অর্ণব আইচ: অস্ত্রোপচারের পর বেডে শুয়েছিলেন এক রোগিণী। তখন তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে কলকাতার একবালপুর এলাকার এক বেসরকারি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসপাতালের ওই অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আবদুল সুভান। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগিণীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির ঘটনা রবিবার হয়। একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগিণী। রবিবার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটারেই তিনি অচেতন হয়েছিলেন। পরে তাঁকে ওটি থেকে বার করে অন্যত্র স্থানান্তর করা হয়। ওই রোগিণীকে অন্যত্র স্থানান্তরের দায়িত্ব পড়েছিল আবদুলের। অভিযোগ, সেইসময় অভিযুক্ত ওই রোগীনির শ্লীলতাহানি করে। প্রায় অচেতন থাকায় তিনি তখন কোনও প্রতিবাদ করতে পারেননি বলে জানা গিয়েছে।

    পরে জ্ঞান ফিরলে পরিবারের লোকদের ঘটনার কথা তিনি জানান। পরিবারের পক্ষ থেকে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। পরে একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই বেসরকারি হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ওই কর্মীর কুর্কীতি ধরা পড়ে যায়।  এরপরই তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে তোলা হয়।
  • Link to this news (প্রতিদিন)