• ফেসবুকে বন্ধুত্ব, ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ তরুণীকে, পর্ণশ্রীতে চাঞ্চল্য
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। সেই সুবাদে ফাঁকা ফ্ল্যাটে ডেকে পাঠিয়ে সিগারেটে মাদক মিশিয়ে বেহুঁশ করার পর তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়।  এমনকী ওই নির্যাতিতাকে মারধর করে অভিযুক্ত। ভয়ও দেখানো হয় তাঁকে। স্বাভাবিক অবস্থায় আসার পর কোনওক্রমে তিনি পালিয়ে আসেন ফ্ল্যাট থেকে। ৩১ জুলাই তরুণী পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করলে পুলিস ধর্ষণ, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।

    পুলিস সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরে মোবাইল নম্বর আদানপ্রদান হয়। তরুণী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তাঁরা বিভিন্ন জায়গায় দেখাও করেন।  মাঝেমধ্যে বেড়া঩তেও যেতেন। ওই যুবক নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে দাবি করেছিল। মাঝেমধ্যেই ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় বলে জানিয়েছিল। জুলাই মাসে তরুণীকে অভিযুক্ত জানায়, পর্ণশ্রী এলাকায় সে একটি  ফ্ল্যাটে রয়েছে। ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য দুপুরে ফ্ল্যাটে ডেকে পাঠায় তরুণীকে। নির্যাতিতা জানিয়েছেন, বেলা দুটো নাগাদ তিনি ওই ফ্ল্যাটে পৌঁছন। গল্পগুজব, খাওয়াদাওয়ার পর তরুণীকে একটি সিগারেট দেয় ওই যুবক। তিনি খেতে রাজি না হলে মারধর করা হয় বলে অভিযোগ। চাপে পড়ে তরুণী সিগারেট খেলে কয়েক সেকেন্ডের মধ্যে বেহুঁশ হয়ে পড়েন। অভিযোগ, সেই সুযোগে তরুণীকে ধর্ষণ করে ওই যুবক। হুঁশ ফেরার পর নির্যাতিতা দেখেন, তাঁর পোশাক অবিন্যস্ত। বুঝতে পারেন, ধর্ষণ করা হয়েছে তাঁকে। তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে বাধা দেয় অভিযুক্ত। এমনকী তাঁকে মারধর পর্যন্ত করে। কোনওক্রমে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। এরপর অভিযোগ করেন পর্ণশ্রী থানায়। তদন্তে নামে পুলিস, ওই যুবক যে মোবাইল থেকে তরুণীর সঙ্গে কথা বলত, সেটির নম্বর জোগাড় করে। কিন্তু দেখা যায়, সেটি বন্ধ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রোফাইলটি যে আইপি অ্যাড্রেস থেকে খোলা হয়েছিল সেটি হাতে এসেছে তদন্তকারীদের। তার সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চলছে। পাশাপাশি অভিযুক্ত যে নামে নিজেকে পরিচয় দিয়েছিল সেটি তার আসল নাম কি না, তাও জানার চেষ্টা করছেন অফিসাররা।
  • Link to this news (বর্তমান)