• হাড়োয়ায় ২০ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় জাল টাকা পাচার রুখল হাড়োয়া থানার পুলিস। তারা এক যুবককে গ্রেপ্তারও করেছে। ধৃতের নাম শরিফউদ্দিন মোল্লা, বাড়ি মিনাখাঁ থানা এলাকায়। ধৃতের কাছ থেকে জাল ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিস।

    পুলিস রবিবার রাতে গোপন সূত্রে এই জাল নোট হস্তান্তরের খবর পায়। সেই মতো চেকিং শুরু করে তারা। হাড়োয়া থানার ঝাঁঝা এলাকায় রাতে শরিফউদ্দিনকে ঘোরাফেরা করতে দেখে পুলিস। সন্দেহ হওয়ায় তাঁকে জেরা করতেই গোটা বিষয়টি সামনে আসে। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিস। প্রত্যেকটি ছিল ৫০০ টাকার। ধৃতকে সোমবার বসিরহাট আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, শরিফউদ্দিন জাল নোটগুলি অন্য এক ব্যক্তিকে হস্তান্তর করতে যাচ্ছিল। 

    উল্লেখ্য, কয়েকদিন আগে সন্দেশখালি ধামাখালির গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে পুলিস। তারপর থেকেই অতি সতর্ক বসিরহাট পুলিস জেলা।
  • Link to this news (বর্তমান)