সংস্কারের দাবি তুলে বনগাঁ-বাগদা সড়কে বন্ধ বাস ও অটো, ভোগান্তি
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বন্ধ বাস, অটো চলাচল। এই দাবিতে রবিবার থেকে বনগাঁ-বাগদা এবং বনগাঁ-দত্তফুলিয়া ৯২ ও ৯২এ রুটের বাস চলাচল বন্ধ। সোমবার থেকে অটো চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে গন্তব্যে পৌঁছতে তীব্র হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরাও। বেশি ভাড়া দিয়ে টোটো কিংবা ভাড়াগাড়িতে যেতে বাধ্য হন অনেকেই।
বনগাঁ-বাগদা রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শনিবারই বনগাঁর চাঁদা রায়পুরে বাস দুর্ঘটনা ঘটে। রাস্তার গর্তকে পাশ কাটাতে গিয়ে পাশে গাছে ধাক্কা দেয় বনগাঁগামী একটি বাস। এই দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু হয়। জখম হন ২৫ জন যাত্রী। এরপরই বাস বন্ধ করে রাস্তা সারাইয়ের দাবি জানান বাসশ্রমিকরা।
নিত্যযাত্রীদের বক্তব্য, রাজ্য সড়ক একপ্রকার ধানক্ষেতে পরিণত হয়েছে। দিবাকর মণ্ডল নামে এক যাত্রী বলেন, আমি বাইরে থাকি। বাড়িতে একজন অসুস্থ। সেকারণে হেলেঞ্চায় বাড়ি ফিরছি। বনগাঁ এসে জানতে পারি বাস বন্ধ। অটো যাচ্ছে না। টোটো ১০০ টাকা চাইছে। রাস্তা খারাপ থাকায় কেউ যেতে চাইছে না।
এবিষয়ে বনগাঁর ৯২ এবং ৯২এ রুটের বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ বলেন , রাস্তার বেহাল দশার কারণে সম্প্রতি বাস দুর্ঘটনায় আমাদের এক বাসচালকের মৃত্যু হয়েছে। চালকরা খারাপ রাস্তায় বাস চালাতে চাইছেন না। রাস্তা খারাপ থাকায় বাসেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, বাস ও অটো চলাচল বন্ধ হয়ে গিয়েছে জানতে পেরেই প্রশাসন ও সংগঠনের কর্তাদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব যাতে বাস চলাচল স্বাভাবিক করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, রাস্তা সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই অনুমোদন এসেছে। যাতে দ্রুত কাজ শুরু করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র