• ভাঙা হল মার্কেটের বিপজ্জনক বারান্দা
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাজরা রোডে হকার্স মার্কেট বিল্ডিংয়ের বিপজ্জনক গাড়ি বারান্দা ভেঙে দিল কলকাতা পুরসভা। সোমবার, পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা সেখানে গিয়ে জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় থাকা সেই বারান্দা ভেঙে ফেলে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে শহরের বুকে একাধিক পুরনো, বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আহতও হয়েছেন কেউ কেউ। ফলে, আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েই ১২৮ নম্বর হাজরা রোডের ক্ষীরোদ ঘোষ মার্কেটের এই গাড়ি বারান্দা ভেঙে ফেলা হয়। স্থানীয় ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, মার্কেটের গাড়ি বারান্দাটি বিপজ্জনকভাবে ছিল। যে কোনও সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারত। মাঝেমধ্যেই চাঙর ভেঙে পড়ছিল। যেহেতু শহরে টানা বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটছে, তাই পুরসভার কাছে আবেদন জানানো হয়েছিল, যাতে ওই গাড়ি বারান্দাটি ভেঙে দেওয়া হয়। কিন্তু, নীচে অনেক ব্যবসায়ী রয়েছেন, যাঁরা সহমত হচ্ছিলেন না। ফলে, এতদিন ধরে ভাঙাও যাচ্ছিল না।

    অবশেষে তাঁরা বুঝেছেন, এটা ভেঙে পড়লে তাঁদেরই বিপদ হবে। আমরাও তাঁদের বুঝিয়েছি, আগে প্রাণে বাঁচুন। তারপর ব্যবসা হবে। চাঙর ভেঙে ভেঙে পড়ছে দেখে এখন ওঁরাও রাজি হয়েছেন। সকলের থেকে এনওসি নিয়ে গাড়ি বারান্দাটি ভেঙে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)