• কোটি টাকার জালিয়াতি, ধৃত ৩ নাইজিরীয়
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোটি টাকার এক বিনিয়োগ প্রতারণার মামলায় দিল্লি থেকে তিন নাইজিরীয়কে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃতদের নাম, পিটার মার্সি ওলামি ওরফে সোফিয়া, কিমেকাউ কাউলিংস এবং আলেকজান্ডার ডিভাইন। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    চলতি বছরের ২০ মে কলকাতা পুলিসের সাইবার থানায় দায়ের হওয়া  ১ কোটি ১০ লাখ টাকার বিনিয়োগ প্রতারণা মামলার তদন্তে নেমে লালবাজার জানতে পারে, সাইবার দুষ্কৃতীদের একটি দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ব্রিটেনের এক বহুজাতিক ফার্মা কোম্পানির নাম ভাঁড়িয়ে কোটি কোটি টাকা লাভের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ পেতেছিল। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হোয়াটসঅ্যাপে ব্রিটেনের মোবাইল নম্বর ব্যবহার করা হয়। সরল বিশ্বাসে এই ফাঁদে পা দিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে বসেন কলকাতার এক বাসিন্দা। কিন্তু বিনিয়োগ করা টাকা আটকে যেতেই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। এরপরই তিনি লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছিল লালবাজার।

    তদন্তে নেমে লালবাজার দেখে, গোয়েন্দাদের বোকা বানাতে সাইবার দুষ্কৃতীদের দলটি নাইজেরিয়ান আইপি অ্যাড্রেস ব্যবহার করেছে। যদিও ওই আইপি অ্যাড্রেসের প্রক্সি সার্ভার ছিল দিল্লিতে। এরপর লালবাজারের গোয়েন্দাদের একটি দল আগস্ট মাসের গোড়ায় দিল্লির চান্দের বিহারে হানা দেয়। সেখান থেকেই এই তিন নাইজিরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা ১২টি স্মার্ট ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, একটি রাউটার, একটি ল্যাপটপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং ব্রিটেনের ওই বহুজাতিক ফার্মা কোম্পানির জাল লোগো এবং ভুয়ো নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)