ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকা প্রতারণায় গ্রেপ্তার ৩ যুবক
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ডিজিটালের অ্যারেস্টের নামে এক কোটি টাকা প্রতারণার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃত তিনজনের বাড়ি প্রতিবেশী রাজ্য ওড়িশায়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আকাশকুমার নাথ, নীলকান্ত নায়েক এবং মনোরঞ্জন পরিদা। প্রথম দু’জনের বয়স মাত্র ১৯ বছর। অন্যজনের বয়স ২৬ বছর। ধৃতদের জেরা করে পুরো চক্রকে পাকড়াও করার চেষ্টা চলছে। এদিকে, কোটি টাকা হারিয়ে কার্যত সর্বস্বান্ত হওয়ার জোগাড় দমদম পার্কের প্রতারিত ব্যক্তির। তাঁর খোয়া যাওয়া বিপুল টাকা দ্রুত উদ্ধারের জন্য পুলিসের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা ক্রমশ বেড়ে চলেছে। আইনি ভয় দেখিয়ে প্রতারকরা সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। লেকটাউনের দমদম পার্কের এক ব্যক্তি গত জুলাই মাসে ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। তাঁর কাছে একটি ভিডিও কল এসেছিল। সেখানে প্রথম সিমকার্ড নিয়ে অভিযোগ তোলা হয়। তারপর মুম্বই পুলিসের নাম করে ভিডিও কল আসে। সেখানে বলা হয়, তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্টে দু’কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে। তারপর সিবিআই ডিরেক্টর সেজে প্রতারকরা তাঁকে ভিডিও কল করেন। শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি সেজে একজন ফোন করে অ্যাকাউন্ট যাচাইয়ের পরামর্শ দেন। তারপরই তিনি ১ কোটি ৯ লক্ষ টাকা স্থানান্তর করেন।
পরে ফের ভিডিও কল করে জানতে চাওয়া হয়, পরিবারে কত পরিমাণ সোনা আছে? সেই সোনা দিয়ে গোল্ড লোন নিয়ে টাকা জমা করতে বলা হয়। তখন ওই ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। গত ১৮ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে পুলিস ওই তিনজনকে গ্রেপ্তার করে।