নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরের রাস্তায় ফের ধস নামল। দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে বসে গেল রাস্তা। রাস্তায় ধস নামার জেরে ব্যাপক যানজট হয় সপ্তাহের প্রথম দিনের অফিস টাইমে। গত সপ্তাহে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নামে।
পুলিস সূত্রে খবর, ২২ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের সামনের রাস্তায় একেবারে মাঝের অংশে আচমকা ধস নামে। একটি বড় গর্ত তৈরি হয়েছে। জায়গাটি ঘিরে রেখেছে কলকাতা পুলিস ও পুরসভা। সোমবার থেকেই সেখানে শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। দ্রুত পথটি পুরনো অবস্থায় ফেরানোর চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা। তবে পুরসভা কর্তৃপক্ষেরই বক্তব্য, রাস্তার ওই অংশ স্বাভাবিক করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। সর্বোচ্চ সময় লাগতে পারে দুই সপ্তাহ। কিন্তু, এর জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছে। কলকাতা পুলিস সূত্রে খবর, টানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা খারাপ। এর জেরে একাধিক রাস্তায় অফিস টাইমে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। বালিগঞ্জ সার্কুলার রোডে অফিস টাইমে প্রচুর সংখ্যায় গাড়ি ঢোকে। এদিন যানজট প্রায় ম্যাডক্স স্কোয়ার ছাড়িয়ে গিয়েছে বলে দাবি নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ রাস্তাতেই অপেক্ষা করতে হয়েছে তাঁদের। স্থানীয়দের দাবি, ১০-১২ দিন আগেই রাস্তায় গর্ত দেখা গিয়েছিল। সেই গর্তই বড় হতে থাকে। পরে অনেকটা ধস নেমে যায়। সকাল থেকে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পুরসভার সড়ক বিভাগের এক আধিকারিক বলেন, ওখানে জলের পাইপে লিকের সমস্যা ছিল। সেখানে থেকেই জল বেরিয়ে রাস্তার নীচে মাটি আলগা করে দিয়েছে। তার জেরেই এই পরিস্থিতি। স্থানীয় ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বসু বলেন, খবর পাওয়ার পরেই পুরসভার অফিসারদের জানিয়েছি। ইতিমধ্যেই মেরামতির কাজও শুরু হয়েছে। তবে, নির্দিষ্ট কী কারণে এই ধস নেমেছে সেটা স্পষ্ট করে বলতে পারব না। - নিজস্ব চিত্র