• এটিএমে পড়ে ১০ হাজার, ফেরালেন অধ্যাপক
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলেজে অধ্যাপনা করেন কৃষ্ণপদ মৃধা। টাকার প্রয়োজন পড়ায় বারাসত নওপাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ৩১ মে গিয়েছিলেন। গিয়ে দেখতে পান ৫০০ টাকার নোটের বান্ডিল পড়ে রয়েছে। কাউন্টার থেকে রাস্তায় নেমে কেউ ভুলে টাকা ফেলে গিয়েছেন কি না খোঁজেন। চারপাশ ফাঁকা দেখে ফের ঢোকেন এটিএম কাউন্টারে। পড়ে থাকা নোট গুনে দেখতে পান ১০ হাজার টাকা আছে। ব্যাগের ভিতর টাকাগুলি রেখে নিজের জন্য টাকা তোলেন মেশিন থেকে। এরপর পড়ে থাকা টাকা নিয়ে গেলেন বারাসত থানায়। পুলিসের কাছে সব বলেন। পুলিস কাগজে লেখালেখি করে ১০ হাজার জমা রাখে। এরপর খোঁজখবর শুরু করে পুলিস। যোগাযোগ করে ব্যাঙ্কের সঙ্গে। টাকার মালিক রাকেশ জোতদার নামে এক ব্যক্তির সন্ধান পায়। তারপর ব্যাঙ্কের মাধ্যমে রাকেশের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়। সোমবার অধ্যাপক কৃষ্ণপদ মৃধাকে এই কাজের জন্য সংবর্ধনা দেয় পুলিস। 
  • Link to this news (বর্তমান)