আগাম পরীক্ষা এক স্কুলে, অন্য দুই স্কুলের জন্য প্রশ্নপত্র বাইরে
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কথা ছিল আজ, সোমবার থেকে স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শুরু হবে। সেই মতো গোসাবা ব্লকের যজ্ঞেশ্বর হাইস্কুল, শন্তিগাছি হাইস্কুল এবং পিসি সেন হাইস্কুল আলোচনা করে নিয়েছিল যে, তারা একটি শিক্ষক সংগঠনের তৈরি প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেবে। তাই রুটিনও ছিল একই। অভিযোগ, সেটা না মেনে যজ্ঞেশ্বর হাইস্কুল শুক্রবার পরীক্ষা নেওয়া শুরু করে দেয়। এদিকে, বাকি দুটি স্কুলে রুটিন মাফিক এদিনই পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু ওই পরীক্ষা শুরুর আগেই অষ্টম শ্রেণির বাংলা প্রশ্নপত্র বাইরে চলে আসে বলে অভিযোগ। কারণ শুক্রবার যজ্ঞেশ্বর হাইস্কুল পরীক্ষা শুরু করে দিয়েছিল। অনেক পড়ুয়া তা সংগ্রহ করেছিল। ওই প্রশ্নপত্র দিয়েই হয় এদিনের অন্য দুই স্কুলে পরীক্ষা। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে।অভিযোগ ওঠে, পিসি সেন হাইস্কুলের শিক্ষকরা ওই প্রশ্নপত্র টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের দিয়েছে। এদিন এই নিয়ে স্কুলে সাময়িক বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষককে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। পরে অবশ্য স্কুল পরিদর্শকের অফিস থেকে জানানো হয় যে, নিয়ম ভেঙে যজ্ঞেশ্বর হাইস্কুল ১ আগস্ট পরীক্ষা নিয়ে ফেলেছিল। পিসি সেন হাই স্কুলের কোনও ভুল ছিল না। ওই স্কুলটির জন্য বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেন তারা এমন করল সেটা জানা যায়নি। এদিকে এই ঘটনার পর বাংলা পরীক্ষা বাতিল করা হবে কি না, তা নিয়ে আজ, মঙ্গলবার ব্লকের শিক্ষা বিভাগ বৈঠক করে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।