সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে র্যালি ও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের প্রস্তুতিতে সভা করল তৃণমূল। রবিবার সাঁকরাইলের রোহিনীতে শাসকদলের কার্যালয়ে এই সভা হয়। ঘাসফুল শিবিরের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই পদযাত্রায় যাতে প্রচুর মানুষ অংশ নেন-সেজন্য এই প্রস্তুতি সভা হয়েছে।আগামী ৬আগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে আসছেন। বাংলা ভাষার সম্মান রক্ষা ও বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে ওইদিন ঝাড়গ্রামের সারদাপীঠ স্কুলের মোড় থেকে পাঁচমাথা মোড় অবধি তিনি র্যালি করবেন। হুডখোলা গাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী। পরদিন ৭আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে রবিবার সাঁকরাইল ব্লকের রোহিনী পঞ্চায়েতে তৃণমূলের কার্যালয়ে প্রস্তুতি সভা আয়োজিত হয়। ওই সভায় গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত, তৃণমূলের ব্লক সহ-সভাপতি অনুপ মাহাত, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত, নির্মল নায়েক, মণি নায়েক সহ অন্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।
খগেন্দ্রনাথবাবু বলেন, বহুদিন পর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন। যা আমাদের কাছে গর্বের বিষয়। এমন একটা সময়ে তিনি আসছেন, যখন বাংলার মানুষ ভিনরাজ্যে গিয়ে নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন। কেউ পড়াশোনা, কেউ রোজগারের জন্য ভিনরাজ্যে যাচ্ছেন। সেখানে বাংলা ভাষা বলার জন্য তাঁরা অত্যাচারিত হচ্ছেন। দেশের মধ্যে একমাত্র এরাজ্যের মুখ্যমন্ত্রী এর প্রতিবাদে গর্জে উঠেছেন। তাঁর নেতৃত্বে কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। এবিষয়ে মথুরবাবু বলেন, প্রস্তুতি সভাতেই মানুষের ভালো সাড়া পাওয়া গিয়েছে। ৬আগস্ট মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক র্যালি হবে। এলাকার মানুষ যাতে সেই কর্মসূচিতে বিপুল সংখ্যায় যোগদান করেন, এদিনের প্রস্তুতি সভায় আমরা সেই বার্তা দিয়েছি।-নিজস্ব চিত্র