• বাঙালি বিদ্বেষ: আতঙ্কে হরিয়ানা থেকে ফিরলেন দঃ দিনাজপুরের ১০০ শ্রমিক
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: আতঙ্কে হরিয়ানা ছাড়লেন জেলার প্রায় একশো পরিযায়ী শ্রমিক। সোমবার গাড়ি থেকে বুনিয়াদপুর শহরের বাসস্ট্যান্ডে নেমে গঙ্গারামপুর, কুশমণ্ডি ও বংশীহারি ব্লকের শ্রমিকরা শোনালেন অসহনীয়  নির্যাতনের কথা। তিন দিন আগে হরিয়ানার গুরুগ্রাম থেকে বাসভাড়া করে শ্রমিকরা নিজের জেলায় ফিরলেন। অধিকাংশ শ্রমিক সপরিবার সেখানে ৮-১০ বছর ধরে কাজ করতেন।

    তাঁদের বক্তব্য,বৈধ কাগজপত্র থাকার পরও বাংলাদেশি সন্দেহে শ্রমিকদের সেখানে থানায় নিয়ে গিয়ে হেনস্তা করা হতো। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাওয়া যেত পুলিস। থানা থেকে ছাড়া পেতেও মোটা টাকা দিতে হতো পুলিসকে। প্রাণ বাঁচাতে কাজ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। অনেকেই আগে গ্রামে ফিরলেও জেলার কিছু শ্রমিক কষ্ট করেও সেখানে ছিলেন। কিন্তু পুলিসি নির্যাতন দিন দিন বেড়ে যাওয়ায় ভয়ে বাড়ি ফিরে এলেন তাঁরা। কুশমণ্ডির শ্রমিক আসিফ ইকবাল বলেন, গুরুগ্রামে আমাকে থানায় নিয়ে যায় পুলিস। আমি আধার কার্ড দেখালেও পুলিস আমাকে ছাড়েনি। বলে নকল আধার। সেখানে আমাকে মারধরও করে। কিছু টাকা দিয়ে ছাড়া পেয়ে হরিয়ানা ছেড়ে গ্রামে চলে এসেছি। গঙ্গারামপুরের সাইদুল ইসলাম বলেন, আমার পরিচিত অনেককে গুরুগ্রামে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিস। ভয়ে আমরা গাড়ি ভাড়া করে বাড়ি ফিরে এলাম।

    ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। তাঁর বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের কথা আমরা শুনছি। এবং তা রাজ্যে পাঠানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের এই নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বিজেপির জেলা  সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, জেলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এখনও ভিনরাজ্যে কাজে আছেন। তৃণমূল অহেতুক আতঙ্ক ছড়িয়ে রাজনীতি করছে।  হরিয়ানা পুলিস কোনও শ্রমিকের কাছে অন্যায়ভাবে টাকা নেওয়া এবং হেনস্তার করে থাকলে প্রমাণ দিক, আমরা সেখানে কথা বলব।  
  • Link to this news (বর্তমান)