আজ বন্যা পরিস্থিতি দেখতে আসছেন মুখ্যমন্ত্রী, অভিনন্দন জানাতে তৈরি তৃণমূল
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: এর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী সাহস দেখাতে পারেননি। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার প্রকল্প ঘোষণা করে সেই সাহস দেখিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসা মুখ্যমন্ত্রীকে আজ, মঙ্গলবার বিশেষভাবে স্বাগত ও অভিনন্দন জানানোর উদ্যোগ নিল তৃণমূলের ঘাটাল সাংগনিক জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন, আজ ঘাটাল মহকুমার হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন জানাবে। কেন্দ্রের টাকা ছাড়াই রাজ্যের নিজস্ব অর্থে ঘাটালে মাস্টারপ্ল্যান রূপায়ণের কাজ শুরু হয়েছে। এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই।
বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে মুখ্যমন্ত্রী যে আন্দোলন করছেন তার জন্য আজ তাঁকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাবে তৃণমূল। অজিতবাবু বলেন, বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা ঘাটালের বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক যোগ দেবেন। মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনে যে রাস্তা দিয়ে আসবেন ঘাটাল মহকুমার সেইসব রাস্তার মধ্যে পড়া শ্রীনগর, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর, কেশপুর অজিতবাবু এর আগেই প্রস্তুতি সভা করে নিয়েছেন। সোমবার তিনি ফের তদারকি করার জন্য সমস্ত জায়গা ঘুরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিন ঘাটালে অজিতবাবুর সঙ্গে ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, দলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি প্রমুখ।-নিজস্ব চিত্র