• নিয়মিত সাফাই হয় না নালা, জল থইথই ভেটাগুড়ি বাজার
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: নিয়মিত সাফাই হয় না বাজারের নিকাশি নালা। ফলে সামান্য বৃষ্টিতে জল-কাদায় ভরে যায় ভেটাগুড়ি বাজার। এমন অবস্থায় সমস্যায় পড়েন দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি ও আশেপাশের বাসিন্দারা। শনিবার রাত এবং রবিবার দিনেও বৃষ্টি হওয়ায় জল জমেছে বাজারে। এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী সহ বাসিন্দাদের। 

    ভেটাগুড়ি বাজারে সপ্তাহে দু’দিন হাট বসে। এটি জেলার পুরনো বাজারগুলির মধ্যে অন্যতম। রেগুলেটেড মার্কেট কমিটির নিয়ন্ত্রণে থাকলেও দীর্ঘদিন বেহাল বাজারটি। সমস্যা দেখার মতো নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। ফলে সামান্য বৃষ্টিতে জল-কাদায় ভরে যায় বাজার। নিকাশি নালা থাকলেও দীর্ঘদিন পরিষ্কার না হওয়ার ফলে আবর্জনা জমে কার্যত বুজে গিয়েছে। তাই বৃষ্টিতে নালা উপচে জল বাজারে। একাধিকবার বাজারের রাস্তা পাকা করা সহ নালাগুলি সংস্কার করার জন্য রেগুলেটেড মার্কেট কমিটির কাছে আবেদন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ ব্যবসায়ীদের। এমন অবস্থায় ক্রেতারা ধীরে ধীরে মুখ ফেরাচ্ছেন এই বাজার থেকে। 

    ব্যবসায়ী তিলক দে, গোপাল বর্মনরা বলেন, প্রতিটি নালায় আবর্জনা জমে আছে। ফলে জল বের হতে পারছে না। সামান্য বৃষ্টিতে নালা উপচে অলিগলিতে জল উঠে যাচ্ছে। নোংরা জল-কাদা পেরিয়ে ক্রেতারা আসতে চাইছেন না। ফলে আমাদের মতো সব্জি, মুদির দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত নিকাশি নালা সংস্কার করে বাজারের জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি প্রশাসনের কাছে জানাব।

    কোচবিহার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব দেবনাথ মণ্ডল বলেন, ভেটাগুড়ি বাজারের এমন সমস্যার ব্যাপারে জানা ছিল না। খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)