• জঞ্জাল সাফাইয়ে আড়াই কোটির গাড়ি ও সামগ্রী কিনবে পুরসভা
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার জঞ্জাল অপসারণ নিয়ে বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। পুরসভা বহুবার এই বিষয়ে পদক্ষেপ করেও সমস্যার চূড়ান্ত সমাধান করতে পারেনি। এবার সুডার দেওয়া আড়াই কোটি টাকা খরচ করে পুরসভা জঞ্জাল সাফাইয়ের সামগ্রী কিনবে। সোমবার এবিষয়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অন্যান্য আধিকারিক ও কাউন্সিলারদের বৈঠক হয়। এই কাজের জন্য কী কী সামগ্রী কেনা হবে তা নিয়ে আলোচনা ও বাজেট তৈরি হয়। জঞ্জাল অপসারণের জন্য ছ’টি গাড়ি সহ অন্য সামগ্রীগুলি কেনা হলে আগামী দিনে জঞ্জাল অপসারণের কাজ অনেকটাই ভালোভাবে করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, আড়াই কোটি টাকার সামগ্রী কেনা হবে। জঞ্জাল অপসারণের জন্য ছ’টি গাড়ি, হার্জভ্যান, মিনি আর্থমুভার সহ অন্য জিনিস কেনা হবে। এছাড়াও ছোট বাকেট, হ্যান্ড ট্রলি, ২০টি ট্রাই সাইকেল ভ্যান, ডাস্টবিন, বড় ভ্যাট, ৭০০ মিটার পাইপ সহ আরও নানা ছোট ছোট সামগ্রী কেনা হবে।

    কোচবিহার পুর এলাকায় দীর্ঘদিন নানা জায়গায় জঞ্জাল স্তূপাকারে পড়ে থাকে। যা থেকে দুর্গন্ধ ছড়ায়। কিছুদিন আগে পুরসভা জঞ্জাল অপসারণ নিয়ে কড়া পদক্ষেপ নেয়। জরিমানার কথাও ঘোষণা করে। কিছু জায়গায় সমস্যা মিটলেও এখনও বহু জায়গায় রাস্তার ধারে জঞ্জাল পড়ে থাকার সমস্যা রয়েছে। পর্যাপ্ত গাড়ি ও অন্যান্য সামগ্রী না থাকার কারণে এসব অপসারণে পুরসভাকে অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার এই আড়াই কোটি টাকায় গাড়ি সহ সাফাইয়ের অন্যান্য সামগ্রীগুলি কিনলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)