• তৈরির পরই ভাঙছে রাস্তা, কাজ আটকালেন বাসিন্দারা
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে বালি, পাথর, সিমেন্ট। এর জেরে সোমবার জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লিতে ওই রাস্তা তৈরি বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভও দেখান তাঁরা।

    ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রাস্তার কাজের দেখভাল করছেন না। এই সুযোগে ঠিকাদার খারাপ সামগ্রী দিয়ে রাস্তা বানাচ্ছেন। এনিয়ে আপত্তি করলেও কর্ণপাত করছেন না ঠিকাদার। শিডিউল দেখাতে বললেও তা দেখাচ্ছেন না। কত টাকার কাজ, কী কাজ হবে, তা নিয়ে কোনও বোর্ড টাঙানো হয়নি। বাধ্য হয়ে এদিন রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারী জ্যোতির্ময় সরকার বলেন, সিমেন্ট কংক্রিটের রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। অনেকবার বলা হলেও কেউ শুনছেন না। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি।

    অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মিঠুন দত্ত। তিনি বলেন, বোর্ড লিখতে দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই টাঙিয়ে দেওয়া হবে। শিডিউল মেনেই কাজ হচ্ছে। ঢালাইয়ের পরই বৃষ্টি হওয়ায় কিছু জায়গায় বালি, পাথর উঠে গিয়েছে। সেখানে আবার ঢালাই করে দেওয়া হবে। তাঁর পাল্টা তোপ, রাস্তার কাজের বরাত পাওয়ায় তাঁর কাছে কাটমানি চাওয়া হয়েছিল। তিনি দিতে অস্বীকার করায় এখন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অজুহাত তুলে কাজ বন্ধের চেষ্টা হচ্ছে।

    স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ বাড়ই বলেন, ঠিকাদারকে বলে দিয়েছি, কাউকে কাটমানি দেবেন না। সঠিকভাবে রাস্তা বানাবেন। এখন যদি এলাকাবাসী কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন, নিশ্চয়ই ঠিকাদারের সঙ্গে আবার কথা বলব। তাঁর কথায়, আমি স্কুলে চাকরি করি। ফলে সবসময় কাজের জায়গায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। স্কুল থেকে ফিরে দু’দিন রাস্তার কাজ দেখেছি। তখন খারাপ কাজ হচ্ছে বলে মনে হয়নি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)