• আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রস্তুত প্রশাসন
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিক্ষিপ্তভাবে আলিপুরদুয়ার জেলাজুড়ে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এক সপ্তাহের মধ্যে ভুটান পাহাড়ের পাদদেশে থাকা আলিপুরদুয়ার জেলাজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেকথা মাথায় রেখেই আলিপুরদুয়ার পুরসভা শহরের জলবন্দি হওয়া আটকাতে নৌকা ও জমা জল বের করে নদীতে ফেলতে পাম্পসেট চালানোর প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি, দুর্গতদের জন্য ত্রিপল কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। 

    সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, আলিপুরদুয়ারে কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে পার্শ্ববর্তী আরও কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    টানা বৃষ্টি হলেই কালজানি নদীর বিভিন্ন চর ও কালজানি নদীবাঁধ সংলগ্ন কয়েকটি ওয়ার্ড জলবন্দি হয়ে পড়ে। নদীবাঁধ সংলগ্ন শহরের নিচু ওয়ার্ডগুলির বাসিন্দারা টানা দু-তিন ধরে জলবন্দি অবস্থায় দিন কাটান। কারণ, শহর থেকে কালজানির নদীবক্ষ উঁচুতে। ফলে শহরের জমা জল কালজানি নদীবাঁধের স্লুইস গেট দিয়ে চট করে নদীতে গিয়ে পড়ে না। যার জেরে দু-তিনদিন ধরে বাসিন্দাদের চরম সমস্যা হয়। এখন বৃষ্টি নিয়মিত হওয়ায় কালজানি তীরবর্তী ওয়ার্ডগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

    সেসব কথা মাথায় রেখেই পুরসভা ১১টি নৌকা ও ১৪টি পাম্পসেট প্রস্তুত রেখেছে। নিচু ওয়ার্ডগুলিতে নৌকা রাখা হবে। জল জমে এমন ওয়ার্ডগুলিতে পাম্পসেট প্রস্তুত রাখা হয়েছে। পুরসভা দুর্গতদের জন্য পলিথিন ও শুকনো খাবার প্রস্তুত রাখার পরিকল্পনাও নিয়েছে।

    পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে দুর্গাপুজোর আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই আমরা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। শহরের মানুষ যাতে সমস্যায় না পড়েন, তার জন্য নৌকা ও পাম্পসেট তৈরি রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)