• বর্ষাকালীন পেঁয়াজ চাষে উত্সাহ দিতে প্রশিক্ষণ ও বীজ বিলি
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে বর্ষাকালীন পেঁয়াজ চাষে উদ্যোগ নিল উদ্যানপালন দপ্তর। জেলার ১৫ টি ব্লকের তিনশো চাষিকে  পেঁয়াজের বীজ বিলি করা হয়েছে। এছাড়া বর্ষায় কীভাবে পেঁয়াজ চাষ করতে হবে, সেবিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে দপ্তর। সুসংহত উদ্যানপালন উন্নয়ন মিশন প্রকল্পের অধীনে জেলা উদ্যানপালন দপ্তরে চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।  প্রশিক্ষণে কৃষকদের জানানো হয়েছে, বর্ষায় ঘন ঘন বৃষ্টি হবে। তাই একেবারে নিচু জমিতে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করা যাবে না। যে জমিতে জল জমবে না, বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যাবে, সেখানে ওই পেঁয়াজ চাষ করতে হবে। মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন,  বর্ষাকালীন পেঁয়াজ চাষ বাংলাজুড়ে সাধারণত কম হয়। মূলত শীতকালে পেঁয়াজ চাষ বেশি হয়। বর্ষাকালীন পেঁয়াজ চাষও জেলায় বৃদ্ধি করতে এই উদ্যোগ। কারণ ব্যাখ্যা করে দপ্তরের উপ অধিকর্তা জানান, অক্টোবর এবং নভেম্বরে পেঁয়াজের দাম বেশি থাকে। বর্ষায় পেঁয়াজ চাষ করলে পুজোর মধ্যেই উঠবে। ফলে তখন এই পেঁয়াজের ভালো দামও পাবেন চাষিরা।

    দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলাজুড়ে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। তার মধ্যে ৯৫ শতাংশ চাষ হয় শীতকালে। বর্ষাকালীন পেঁয়াজ চাষের পরিমাণ মাত্র পাঁচ শতাংশ। স্বাভাবিকভাবে বর্ষায় পেঁয়াজের দাম থাকে। লাভও বেশি। হবিবপুর, বামনগোলা, গাজোল সহ বিভিন্ন ব্লকে অনেক উঁচু জমি রয়েছে। সেখানে বর্ষাকালীন পেঁয়াজ চাষ ভালো হবে। বর্ষায় পেঁয়াজ চাষের এলাকা বৃদ্ধি করতে উদ্যোগ নিচ্ছে দপ্তরও। সামন্ত বলেন, বর্ষায় পেঁয়াজ চাষ করতে কৃষকদের বোঝানো হচ্ছে। পরামর্শ ও প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বর্ষায় একবিঘা জমিতে একজন কৃষক ২৫ থেকে ৩০ কুইন্টাল পেঁয়াজ উত্পাদন করতে পারেন। 
  • Link to this news (বর্তমান)