• বিজেপি বিধায়কের পাড়া জলমগ্ন, সড়ক অবরোধ
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের পাড়ায় সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি এলাকার বাসিন্দারা। বিধায়ক, গ্রাম পঞ্চায়েত এমনকী ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় এলাকাবাসীরা এদিন গাজোল-বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিস। তাদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা নিকাশিনালার দাবি তুলেছেন। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন,  ব্লক থেকে একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিক্ষোভকারী শুভ সরকার এবং হিমা বর্মন বলেন, আমাদের নিকাশি সমস্যা বেশ কয়েক বছরের। এলাকায় বিধায়কের বাড়ি। গ্রাম পঞ্চায়েত থেকে বিধায়ক- সবাইকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। প্রতিবছর বর্ষায় এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিকাশিনালা না থাকায় জল বের হচ্ছে না। বাড়ির দুয়ারে জল জমে রয়েছে। এই জল-যন্ত্রণা থেকে মুক্তি পেতে বর্ষার কয়েক মাস এলাকার কেউ কেউ ভাড়া বাড়িতে গিয়ে থাকেন। 

    এবিষয়ে গাজোলের বিজেপির বিধায়ক চিন্ময় বলেন, আমাদের পাড়ায় নিকাশি সমস্যা রয়েছে। বিধায়ক হওয়ার পর নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু রায়তি জমিতে নিকাশিনালার কাজ করা যায়নি। এলাকার একটা কালভার্ট বন্ধ হয়ে আছে। সেটা খুলে দিলে সমস্যা মিটতে পারে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও উদ্যোগ নেয়নি। বিধায়ককে কটাক্ষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, এমএলএ ফান্ডের টাকা তিনি কোথায় খরচ করেছেন। নিজের পাড়াতেও কাজ করতে পারেননি। জনগণ এর জবাব দেবেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)